এজেন্সি ও নিট কাণ্ডে কেন্দ্রকে আক্রমণ রাহুলের, অগ্নিবীর ইস্যুতে বিঁধলেন বিরোধী দলনেতা

নয়াদিল্লি : নিট পরীক্ষায় অনিময় এবং কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করার অভিযোগে উত্তাল হতে পারে সংসদ। সোমবার অধিবেশন শুরুর পর থেকেই তার আভাস মিলেছিল। সেই মতোই আক্রমণ শানালেন বিরোধীরা। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একের পর এক আক্রমণ করেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।

রাহুল এদিন লোকসভায় বলেছেন, নিট পরীক্ষার্থীরা বছরের পর বছর নিজেদের পরীক্ষার প্রস্তুতিতে ব্যয় করে। তাঁদের পরিবার তাদের আর্থিকভাবে ও মানসিকভাবে সমর্থন করে এবং সত্য হল যে এখন নিট পরীক্ষার্থীরা পরীক্ষায় বিশ্বাস করে না, কারণ তাঁরা নিশ্চিত যে পরীক্ষাটি ধনী লোকদের জন্য ডিজাইন করা হয়েছে, মেধাবীদের জন্য নয়। আমি বেশ কিছু নিট পরীক্ষার্থীদের সঙ্গে দেখা করেছি। তাঁদের প্রত্যেকেই আমাকে বলে যে পরীক্ষাটি ধনী লোকদের জন্য একটি কোটা তৈরি করার জন্য এবং তাদের জন্য সিস্টেমে একটি উত্তরণ তৈরি করার জন্য ডিজাইন করা হয়েছে এবং এটি দরিদ্র ছাত্রদের সাহায্য না করার জন্য ডিজাইন করা হয়েছে।”

অগ্নিবীর প্রকল্প প্রসঙ্গে রাহুল গান্ধী বলেছেন, “একজন অগ্নিবীর ল্যান্ডমাইন বিস্ফোরণে প্রাণ হারায় কিন্তু তাকে ”শহীদ” বলা হয় না… ”অগ্নিবীর” একজন ইউজ এন্ড থ্রো শ্রমিক…।” রাহুল গান্ধীর এই মন্তব্যের তীব্র সমালোচনা করে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, “আপনি (রাহুল গান্ধী) ভুল বিবৃতি দিয়ে সংসদকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। অগ্নিবীরের পরিবারকে এক কোটি টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়, যারা আমাদের সীমান্ত রক্ষা করতে অথবা যুদ্ধের সময় নিজের জীবন উৎসর্গ করে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + 7 =