দুর্ভাগা নয়তো কী! ৪ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের রানার্সআপ হয়ে ইউরোর শেষ ষোলোয় ইতালি। ৪ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপ থেকে তৃতীয় হয়ে উঠেছে নেদারল্যান্ডস। ‘সি’ গ্রুপের দুই দল ডেনমার্ক ও স্লোভেনিয়ার জন্য তো ৩ পয়েন্টই যথেষ্ট ছিল।
কিন্তু ৪ পয়েন্ট পেয়েও ‘ই’ গ্রুপের বাকি দলগুলোর থেকে গোল পার্থক্যে পিছিয়ে থাকায় ইউক্রেনকে বিদায় নিতে হলো। যুদ্ধবিধ্বস্ত দেশটির ফুটবলারদের হতাশায় ডুবিয়ে এই গ্রুপ থেকে নকআউট পর্বে পৌঁছে গেল বেলজিয়াম, স্লোভাকিয়া ও রোমানিয়া।
স্টুটগার্টে আজ কেভিন ডি ব্রুইনা-রোমেলু লুকাকুদের বেলজিয়ামের সঙ্গে বুক চিতিয়ে লড়ে গোলশূন্য ড্র করেছে ইউক্রেন। ফ্রাঙ্কফুর্টে স্লোভাকিয়া-রোমানিয়া ম্যাচটা শেষ হয়েছে ১-১ সমতায়।
‘ই’ গ্রুপের পয়েন্ট তালিকা
দল | ম্যাচ | জয় | হার | ড্র | গোল পার্থক্য | পয়েন্ট |
---|---|---|---|---|---|---|
রোমানিয়া | ৩ | ১ | ১ | ১ | +১ | ৪ |
বেলজিয়াম | ৩ | ১ | ১ | ১ | +১ | ৪ |
স্লোভাকিয়া | ৩ | ১ | ১ | ১ | ০ | ৪ |
ইউক্রেন | ৩ | ১ | ১ | ১ | –২ | ৪ |
৩ ম্যাচ মিলিয়ে সবচেয়ে বেশি গোল করায় গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে রোমানিয়া। দলটি ২০০০ সালের পর প্রথমবার ইউরোর নকআউট পর্বে উঠেছে। এই গ্রুপ থেকে বেলজিয়াম দ্বিতীয় আর স্লোভাকিয়া তৃতীয় হয়ে রোমানিয়ার সঙ্গী হয়েছে।