বাবা-মাকে হারিয়ে কালনা হাসপাতালেই বেড়ে উঠছে একমাসের শিশুকন্যা কথা

নিজস্ব প্রতিবেদন, কালনা: জন্ম নিয়েই বাবা-মাকে হারিয়ে কালনা হাসপাতালেই বেড়ে উঠছে একমাসের শিশুকন্যা ‘কথা’।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অন্তরা বিশ্বাস নামে এক প্রসূতি ২৬ এপ্রিল কালনা মহকুমা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কন্যাসন্তানটি ভূমিষ্ঠ হওয়ার কয়েক ঘণ্টা পরে মা অন্তরা বিশ্বাস মারা যান, শিশুটির মায়ের মৃত্যুর সংবাদ শুনে শিশুটির বাবাও আত্মহত্যার পথ বেছে নেন। শিশুটি ভূমিষ্ঠ হওয়ার পর অসুস্থ হয়ে পড়ে। কালনা হাসপাতালের চিকিৎসক এবং এসএনসিইউ ইউনিটের নার্স স্বাস্থ্যকর্মীদের সেবায় শিশুটি আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে, শিশুকন্যা সন্তানটির বয়স এখন একমাস হতে চলল।
এসএমসিইউ ইউনিটের নার্স, স্বাস্থ্যকর্মী চিকিৎসকরা এখন শিশুটির মা, মাতৃস্নেহে অতি যত্নে একমাসের কন্যা সন্তানটিকে দেখভাল করছেন। নার্সরা ভালোবেসে কন্যাসন্তানটির নাম দিয়েছেন কথা। কথা এখন এসএমসিইউ ইউনিটের প্রতিটি স্টাফ, চিকিৎসক এবং নার্সের চোখের মণি হয়ে উঠেছে। তবে নার্সদের মন এখন ভারাক্রান্ত কারণ বেশিদিন কথাকে তাঁদের কাছে রাখতে পারবেন না। কালনা হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শিশুকন্যাটিকে রাখার জন্য একটি সেফ হোমের চেষ্টা করা হয়েছে। আর কিছুদিনের মধ্যেই চাইল্ড প্রোটেকশন কমিটির সঙ্গে যোগাযোগ করা হবে যাতে শিশুটির ভবিষ্যৎ সুন্দর হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × three =