নিজস্ব প্রতিবেদন, বাঁকুড়া: ভোট মিটতেই তৃণমূল বিজেপি কর্মীদের মধ্যে আবারও অশান্তি কোতুলপুরে। বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে কোতুলপুর ব্লকের কোয়ালপাড়া বেড়ারপার এলাকায়। অভিযোগ, রাজ্যজুড়ে তৃণমূল কংগ্রেসের জয় জয়াকারের আনন্দে এলাকায় বিজেপি কর্মীদের বাড়ির সামনে বাজি ফাটিয়ে আনন্দ ফূর্তিতে মেতে উঠেছিলেন তৃণমূল কর্মীরা। বাড়ির সামনে থেকে অন্যত্র আনন্দ ফূর্তি করার কথা বলতেই বিজেপি কর্মী ও তাঁর বাড়ির লোকজনের ওপর চড়াও হন বলে অভিযোগ। অভিযোগ, ভাঙচুর করা হয় বাড়িঘর, মারধর করা হয় বাড়ির মহিলাদেরও। এক বিজেপি কর্মীর মাথা ফাটিয়ে দেওয়া হয়। অন্য একজনের হাত কেটে দেওয়া হয় ধারালো অস্ত্র দিয়ে। পাশাপাশি এলাকাকে সন্দেশখালি করে দেওয়ার হুঁশিয়ারি এবং বাড়ি থেকে মহিলাদের তুলে নিয়ে ধর্ষণ করার হুমকি দেন তৃণমূল কর্মীরা বলেও অভিযোগ আক্রান্তদের। এরপরেই খবর পেয়ে ঘটনাস্থলে যান কোতুলপুর থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
কোতুলপুরের বিজেপি মণ্ডল সভাপতি কেশবি নাগা পালটা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘এই ভাবে মারধর করতে থাকলে মারের পরিবর্তে মার হবে।’ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে তৃণমূল নেতৃত্ব। বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি দিব্যেন্দু ব¨্যােপাধ্যায় জানান, এই কেন্দ্রে অল্পসংখ্যক মার্জিনে বিজেপি জয়লাভ করেছে তাই এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের বহিঃপ্রকাশ। আনন্দ উচ্ছ্বাস করতে করতে নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের ফল এটা। ওখানে তৃণমূল জড়িত নয় সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ।