নিউ ইয়র্কের নেটে বিরাট কোহলি

টিমের বাকিদের সঙ্গে নিউ ইয়র্ক পাড়ি দেননি বিরাট কোহলি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্লে-অফে উঠেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কয়েক দিনের বিশ্রাম কাটিয়ে মার্কিন মুলুকে পাড়ি দিয়েছিলেন বিরাট কোহলি। বিশ্বকাপের আগে একটিই মাত্র প্রস্তুতি ম্যাচ খেলেছে ভারত। গত ১ জুন বাংলাদেশের বিরুদ্ধে সেই ওয়ার্ম ম্যাচের আগের দিনই পৌঁছন। প্রস্তুতি ম্যাচে খেলেননি বিরাট কোহলি। ম্যাচ শুরুর আগে রিজার্ভে থাকা শুভমন গিলের সঙ্গে দৌড়তে দেখা যায় বিরাটকে। সেই হালকা প্র্যাক্টিসটুকুই করেছিলেন। অবশেষে টিমের সঙ্গে পুরোদমে অনুশীলন শুরু করলেন বিরাট কোহলি।

ভারতীয় সময় অনুযায়ী বুধবার রাত আটটায় আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারত। এরপর রবিবার ভারত-পাকিস্তান মহারণ। দুটি ম্যাচই নিউ ইয়র্কের নাসাউ স্টেডিয়ামেই। এই মাঠে বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলেছিল ভারত। একই মাঠে বিশ্বকাপের প্রথম ম্যাচে খাবি খেলেন ব্যাটাররা। স্বাভাবিক ভাবেই চিন্তা বাড়ছে, পরবর্তী ম্যাচের পিচ কেমন আচরণ করবে!

নিউ ইয়র্কে টিম ইন্ডিয়ার নেটে যে পিচ, বিরাটের ব্যাটিংয়ের যে ভিডিয়ো প্রকাশ্যে এসেছে, তা অবশ্য স্বস্তি দেওয়ার মতোই। ভালো বাউন্স রয়েছে। বিরাট কোহলি সাবলীল ভাবেই শট খেলছেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দুর্দান্ত ফর্মে ছিলেন বিরাট কোহলি। আইপিএল কেরিয়ারে দ্বিতীয় বার অরেঞ্জ ক্যাপ জিতেছেন। বিশ্বকাপেও সেই ফর্ম বজায় থাকুক, ভারতীয় ক্রিকেট প্রেমীদের প্রত্যাশা তেমনই।

আশঙ্কা একটাই, নিউ ইয়র্কের পিচ। প্র্যাক্টিস পিচের সঙ্গে অনেক সময়ই মিল থাকে না ম্যাচের পিচের। কিন্তু দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কার ম্যাচ যে পিচে হল, এমন পিচ হলে যে কোনও ব্যাটারদের পক্ষেই চাপ। অস্বস্তিতে পড়বেন বিরাট কোহলিও। বাউন্স ও গতির পিচে খেলাই বেশি পছন্দ বিরাটের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × one =