ফের কর্তব্যরত জওয়ানের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ

ফের শ্লীলতাহানির অভিযোগ এক কর্তব্যরত জওয়ানের বিরুদ্ধে। ঘটনাস্থল, বিটি রোডের পাইকপাড়া এলাকায়। অভিযুক্ত জওয়ানকে গ্রেফতার করেছে চিৎপুর থানার পুলিশ। অভিযোগ, সেই জওয়ান মত্ত অবস্থায় ছিলেন। বিটি রোডের পাইকপাড়া এলাকায় এক মহিলার বাড়িতে ঢুকে পড়েন তিনি। এরপরেই ওই মহিলাকে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। চিৎকার শুরু করেন ওই মহিলা। সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন। এরপরই প্রতিবেশীরা থানায় খবর দেন। ঘটনাস্থলে পৌঁছয় চিৎপুর থানার পুলিশ। ওই জওয়ানকে গ্রেফতার করা হয়েছে। থানায় অভিযোগ জানিয়েছেন ওই মহিলার পরিবারের সদস্যরা। ঘটনার তদন্ত শুরু করেছে চিৎপুর থানার পুলিশ।

এই ঘটনায় সমালোচনা করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে। তৃণমূল কংগ্রেস অফিসিয়াল এক্স হ্যান্ডেলে জানিয়েছে, কলকাতায় এক মহিলার বাড়িতে রাতে শ্লীলতাহানি করতে ঢুকে পড়েন সিআরপিএফ জওয়ান! উলুবেড়িয়া, জাঙ্গিপাড়া, ঘাটালের পর এখন কলকাতা, সেন্ট্রাল রিজার্ভ প্রিডেটরি ফোর্সের এক জওয়ান এই ঘটনায় জড়িত। বারবার বাংলার মহিলাদের মর্যাদাহানি করা হচ্ছে। তৃণমূলের প্রশ্ন, কেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সিআরপিএফ-এর এই ধরনের নারী-বিরোধী কার্যকলাপের মুখে নীরব?

প্রসঙ্গত, লোকসভা ভোট চলাকালীন এই ধরণের একাধিক অভিযোগ উঠে এসেছে। এর আগে পশ্চিম মেদিনীপুরের ডেবরায় তফসিলি জনজাতির এক মহিলার শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানের বিরুদ্ধে। ঘাটাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত ডেবরার ১২৯ নম্বর চকসাহাপুর বুথে লোধা সম্প্রদায়ের ওই বধূকে জল খাওয়ার নাম করে বাড়িতে ঢুকে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। হাওড়া জেলার উলুবেড়িয়াতেও এই ধরণের একটি অভিযোগ উঠে এসেছিল। এবার একই ধরণের অভিযোগ উঠে এল চিৎপুর থানা এলাকা থেকে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − four =