ঝুলিতে ৭৪১ রান। বিরাট কোহলি ছাড়া আর কে পাবেন এ বারের আইপিএলের অরেঞ্জ ক্যাপ? অন্য কারও পাওয়ার কথাও ছিল না। অন্য কেউ এই আইপিএল মরসুমের অরেঞ্জ ক্যাপ পেলেনও না। বিরাট কোহলিই হলেন এ বারের অরেঞ্জ ক্যাপের মালিক। চেন্নাইয়ে আইপিএলের ফাইনালে ওঠেনি আরসিবি। চিপকে রবিবাসরীয় আইপিএল ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। তৃতীয় বার আইপিএল ট্রফি এসেছে নাইট শিবিরে।
১৭তম আইপিএল ফাইনালের শেষে পুরস্কার বিতরণী মঞ্চে অরেঞ্জ ক্যাপ জয়ীর নাম ঘোষণা হতেই চিপকের দর্শকরা বিরাট কোহলির নামে স্লোগান দিতে থাকেন। তাঁর অনুপস্থিতিতে কেকেআরের অধিনায়ক শ্রেয়স আইয়ার অরেঞ্জ ক্যাপের পুরস্কার নেন। একইসঙ্গে ১০ লক্ষ টাকার আর্থিক পুরস্কার পান বিরাট কোহলি। এই নিয়ে ১৭ বছরের আইপিএল কেরিয়ারে দ্বিতীয় বার অরেঞ্জ ক্যাপের পুরস্কার জিতলেন বিরাট কোহলি। কোনও ভারতীয় ক্রিকেটার এর আগে দু’বার আইপিএলে অরেঞ্জ ক্যাপ জেতেননি।
আইপিএলের ১৭তম সংস্করণ সবচেয়ে বেশি রান করে অরেঞ্জ ক্যাপ যেমন পেয়েছেন বিরাট কোহলি, তেমনই সবচেয়ে বেশি উইকেট নিয়ে পার্পল ক্যাপ পেয়েছেন হর্ষল প্যাটেল। তিনি ১৪ ম্যাচে ২৪ উইকেট নিয়েছেন। এ বছরের এমার্জিং প্লেয়ারের পুরস্কার পেয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের নীতীশ কুমার রেড্ডি। এ বছরের আইপিএলে ছক্কার এক রেকর্ড হয়েছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এক মরসুমে সবচেয়ে বেশি ছয় (১২৬০টি ছয়) মারার রেকর্ড হয়েছে এ বছর।