নিজস্ব প্রতিবেদন, বাঁকুড়া: বুথের নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনী এক টোটোচালককে বিনা দোষে চড় মেরেছে বলে অভিযোগকে সামনে রেখে উত্তাল হল বিষ্ণুপুর লোকসভার কোতুলপুর ব্লকের মির্জাপুর পূর্ব পাড়ার মির্জাপুর নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের ১০২ নম্বর বুথে। এলাকার মানুষ কেন্দ্রীয় বাহিনীর অতি সক্রিয়তার প্রতিবাদে বুথের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এইসময় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে স্থানীয়দের কার্যত ধস্তাধস্তি বেধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে দেখে বিশাল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয় ওই বুথে। তাঁদের হস্তক্ষেপে শেষ পর্যন্ত ভিড় সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
আক্রান্ত টোটোচালকের দাবি, এক বৃদ্ধাকে ভোট দেওয়ানোর জন্য বুথে এনেছিলেন তিনি। ভোট দেওয়ার পর ওই বৃদ্ধাকে টোটোতে তোলার সময় আচমকাই কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান তাঁকে চড় মারেন। এই ঘটনায় অভিযুক্ত জওয়ানের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন স্থানীয়রা।