নিজস্ব প্রতিবেদন, পূর্ব বর্ধমান: তৃণমূলে ভোট দেওয়ায় এক মহিলা তৃণমূল কর্মীর হাত কেটে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। কালনা মহকুমা হাসপাতালে ভর্তি থাকা ওই মহিলা কর্মীকে দেখতে বৃহস্পতিবার হাসপাতালে হাজির হন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। পাশাপাশি উপস্থিত ছিলেন বলাগড়ের প্রাক্তন বিধায়ক অসীম মাঝি সহ বলাগড় এলাকার তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দরা। একই সঙ্গে ওই মহিলা কর্মী সহ আর এক মহিলা কর্মীও তৃণমূলকে ভোট দেওয়ার কারণে বলাগড় থানার অন্তর্গত চরকৃষ্ণবাটি বেলতলার কাছে গত সোমবার ভোট দিয়ে বাড়ি ফেরার পথে আক্রান্ত হন। তৃণমূলকে কেন ভোট দিয়েছেন তাঁরা এই বলেই তাঁদের ওপর আক্রমণ করে বলে অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। একজনের হাত কেটে নেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ। এরপরই বুধবার তারা কালনা হাসপাতালে এসে ভর্তি হন। বৃহস্পতিবার আক্রান্তদের দেখতেই হাজির হন মন্ত্রী স্বপনবাবু।
মন্ত্রী স্বপন দেবনাথ জানিয়েছেন, তৃণমূলকে কেন ভোট দিয়েছে এটাই তাদের দোষ। এর জন্য বিজেপি আশ্রিত দুÜৃñতীরা ওই দুই মহিলাকে মারধর করে। একজনের হাতে আর একটু আঘাত বেশি হলেই হাতটা কেটে বাদ হয়ে যেত শরীর থেকে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন স্বপনবাবু।