নিজস্ব প্রতিবেদন, পূর্ব বর্ধমান: এক তৃণমূল কর্মীকে খুনের অভিযোগে উত্তপ্ত কেতুগ্রাম। ভোটের আগের দিন রাতে কেতুগ্রামের চেঁচুড়ি গ্রামে এক তৃণমূল কর্মীকে নৃশংস ভাবে হত্যার অভিযোগ উঠল। ভোজালি ও পরে বোমা মেরে খুন করা হয় বলে অভিযোগ। রবিবার রাতে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোও হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। এছাড়াও আরও একজন আহত হয়েছেন বলে পুলিশ সূত্রে খবর। পুলিশ জানিয়েছে, মৃতের নাম মিণ্টু শেখ (৪৫)। তৃণমূলের দাবি, তিনি দলের একজন কর্মী ছিলেন। কেতুগ্রাম থানার আইসি-সহ বিশাল পুলিশ বাহিনী পৌঁছন ঘটনাস্থলে। এলাকায় উত্তেজনা রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন মিণ্টু শেখ তাঁর এক সঙ্গীকে নিয়ে বাইকে চড়ে বাড়ি ফিরছিলেন। অভিযোগ, সেই সময় কয়েকজন দুÜৃñতী তাঁর বাইক আটকায়। বাইক থামাতেই তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় বলে অভিযোগ। এরপরেই দুÜৃñতীরা বোমা মেরে তাঁকে খুন করে বলে অভিযোগ। বোমার আওয়াজে ছুটে আসেন এলাকার বাসিন্দারা।
বিধায়ক শেখ শাহনওয়াজ বলেন, ‘উনি আমাদের দলের কর্মী ছিলেন। তবে কে বা কারা এমন কাজ করল খোঁজ নিচ্ছি।’