পান চাষিদের শেড তৈরির আশ্বাস সুভাষ সরকারের

নিজস্ব প্রতিবেদন, বাঁকুড়া: সাত সকালেই সবজি বাজারে ঘুরে নিজের রবিবাসরীয় ভোট প্রচার সারলেন বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকার। এদিন দলের নেতা কর্মীদের সঙ্গে নিয়ে সাত সকালে বাঁকুড়ার পুরসভা বাজারে হাজির হন সুভাষ সরকার। কথা বলেন বিভিন্ন এলাকা থেকে বাজারে আসা পান চাষিদের সঙ্গেও।
বাঁকুড়া জেলার বিস্তীর্ণ এলাকায় পান চাষ হয়। পান চাষের সঙ্গে যুক্ত রয়েছেন কয়েক হাজার মানুষ। অন্যান্য বিভিন্ন সমস্যার পাশাপাশি উৎপাদিত পানের বিপণন সংক্রান্ত ব্যাপক সমস্যা রয়েছে বলে দাবি। সুভাষ সরকার এদিন পান চাষিদের সঙ্গে কথা বলে নির্বাচনের পরে বিপণন সংক্রান্ত সমস্যা মেটানোর আশ্বাস দেন। পরে সুভাষ সরকার জানান, সাংসদ উন্নয়ন তহবিল থেকে পান বিপণনের জন্য তালডাংরা এলাকায় একটি শেড তৈরির উদ্দেশ্যে ১০ লক্ষ টাকা দেওয়া হলেও রাজ্যের শাসকদল ও প্রশাসনের অসহযোগিতায় তা বাস্তবের মুখ দেখেনি। লোকসভা নির্বাচনের পরে তিনি নির্বাচিত হলে তাঁর প্রথম কাজ হবে ওই শেড নির্মাণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × four =