উচ্চ মাধ্যমিকেও মেধাতালিকায় কলকাতাকে টেক্কা দিল জেলা

মাধ্যমিকের ফলাফলের পুনরাবৃত্তি উচ্চ মাধ্যমিকেও। মেধাতালিকায় কলকাতাকে টেক্কা জেলার। এবারের প্রথম দশে ১৫ জেলা থেকে রয়েছেন মোট ৫৮ জন। এর মধ্যে ছাত্র ৩৫ এবং ছাত্রী ২৩ জন।  ১৩ জনই হুগলির। প্রথম দশে বাঁকুড়ার ৯ জন। চতুর্থ স্থানে কলকাতা। মেধাতালিকায় কলকাতার ৫ জন। পঞ্চম স্থানে পূর্ব বর্ধমান ও পূর্ব মেদিনীপুর।

এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছেন আলিপুরদুয়ারের ম্যাক উইলিয়াম হাইস্কুলের ছাত্র অভীক দাশ। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৬। তিনি পেয়েছেন ৯৯.২ শতাংশ নম্বর। ৪৯৫ নম্বর পেয়ে দ্বিতীয় হয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র সৌম্যদীপ সাহা। তৃতীয় হয়েছেন মালদহের  রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের ছাত্র অভিষেক গুপ্ত। তার প্রাপ্ত নম্বর ৪৯৪।

পরীক্ষা শেষ হওয়ার ৬৯ দিনের মাথায় আজ ফলপ্রকাশ করে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান,  পাশের হার ৯০ শতাংশ। গত বছর এই হার ছিল ৮৯.২৫ শতাংশ। পাশের হারে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর। তারপর রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। কলকাতা রয়েছে পাঁচ নম্বরে।বেলা ৩টে থেকে ওয়েবসাইটে ফল প্রকাশিত হয়েছে। ১০ই মে সকাল ১০টা থেকে স্কুলে গিয়ে মার্কশিট সংগ্রহ করতে পারবেন পরীক্ষার্থীরা।

এ বছরের উচ্চ মাধ্যমিক শুরু হয়েছিল ১৬ই ফেব্রুয়ারি এবং শেষ হয় ২৯শে ফেব্রুয়ারি। এবার পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭ লক্ষ ৫৫ হাজার ৩২৪ জন। আগামী বছরের উচ্চ মাধ্যমিক শুরু হবে ৩রা মার্চ থেকে। চলবে  ১৮ই মার্চ পর্যন্ত।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + 16 =