তৃতীয়বার থমকে গেল সুনীতার মহাকাশযাত্রা, যান্ত্রিক ত্রুটির কারণেই বিপত্তি

নয়াদিল্লি:  মঙ্গলবার সকাল ৮টা বেজে ৪ মিনিটে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে পৃথিবী ছেড়ে ওড়ার কথা ছিল ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনীতা উইলিয়ামস ও নাসার মহাকাশচারী বাচ উইলমোরের।মহাকাশযানে উঠেও শেষ পর্যন্ত যাত্রা থমকে গেল। প্রযুক্তিগত ত্রুটির জেরেই শেষ মুহূর্তে পিছিয়ে গেল সুনীতার মহাকাশ অভিযান, এমনটাই জানানো হয়েছে। মঙ্গলবার রাতে ফের অভিযান শুরু হতে পারে বলেও শোনা যাচ্ছে। তবে নাসা জানিয়েছে, ১০ মে আবার রকেট উৎক্ষেপণের চেষ্টা করবে তারা।এই নিয়ে তৃতীয়বার মহাকাশ যাত্রা থমকে গেল সুনীতার।

অত্যাধুনিক সিএসটি ২০০ বোয়িং স্টারলিনার স্পেস ক্যাপসুলে চেপে মহাকাশে রওনা দেওয়ার কথা ছিল সুনীতা ও আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশচারী বাচ উইলমোরের। ভারতীয় সময় অনুযায়ী মঙ্গলবার সকাল ৮টা বেজে ৪ মিনিটে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে পৃথিবী ছেড়ে ওড়ার কথা ছিল তাঁদের। কিন্তু উড়ানের ঠিক আগে প্রযুক্তিগত সমস্যা দেখা দেয়, তার জেরেই অভিযান স্থগিত করে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × two =