নিজস্ব প্রতিবেদন, বাঁকুড়া: লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে সামনে রেখে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজাতা মণ্ডলের সমর্থনে ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে করিশুন্ডা অঞ্চলে একটি প্রচার কর্মসূচির আয়োজন করা হয়। এদিনের নির্বাচনী প্রচারে প্রতীকী লক্ষ্মী তৈরি করে সাধারণ মানুষের নজর কাড়ে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। প্রচার কর্মসূচি শেষে দেখা যায় খেলা হবে গানের তালে নাচ করছেন প্রতীকী লক্ষ্মীরা। আগামী ২৫ মে বাঁকুড়া জেলায় ভোটগ্রহণ প্রক্রিয়া অনুষ্ঠিত হবে। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের তরফে প্রার্থী হয়েছেন সুজাতা মণ্ডল। তাঁর সমর্থনে শুক্রবার সন্ধ্যায় ইন্দাস ব্লকের করিশুন্ডা অঞ্চলে একটি নির্বাচনী প্রচার কর্মসূচি অনুষ্ঠিত হয়।
তৃণমূলের এই কর্মসূচিকে তীব্র কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। এ বিষয়ে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির মুখপাত্র দেবপ্রিয় বিশ্বাস বলেন, ‘মহিলাদের ভয় দেখিয়ে নিয়ে এসে এভাবে নাচ করাচ্ছে। মহিলাদের সম্মান দিতে জানে না তৃণমূল।’ অন্যদিকে ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হামিদ বলেন, ‘আমাদের প্রতিটি কর্মসূচিতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটিকে তুলে ধরার চেষ্টা করছি। কেননা এই ধরনের জনমুখী প্রকল্প এর আগে কেউ আনেনি।’