তাপপ্রবাহের জেরে জ্বলছে গোটা দক্ষিণবঙ্গ। এবার তাপপ্রবাহের জেরে আরও এগলো গরমের ছুটি। ২২ এপ্রিল থেকে ছুটি ঘোষণা করল শিক্ষাদপ্তর। সাধারণত মে মাস থেকে শুরু হয় গরমের ছুটি। তবে তীব্র গরমের জেরে স্কুলে আসতে অসুবিধায় পড়তে হচ্ছে পড়ুয়া থেকে শুরু করে স্কুল শিক্ষক ও কর্মী সকলেরই। সেই কারণে তাঁদের কথা বিচার করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। বৃহস্পতিবার এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করল রাজ্য স্কুল শিক্ষা দপ্তর। তবে কালিম্পং, কার্শিয়াং ও দার্জিলিংয়ের স্কুলগুলো খোলাই থাকবে।
এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার ঘোষণা করেছেন গরমের ছুটি এগিয়ে দেওয়া হয়েছে। সরকারি স্কুলগুলি ২২ এপ্রিল থেকে বন্ধ থাকছে। অপরদিকে, বেসরকারি স্কুলগুলির কাছে তিনি অনুরোধ জানিয়েছেন যাতে ২২ তারিখ থেকে ছুটি দিয়ে দেওয়া হয়। এদিকে মঙ্গলবার নবান্নে মুখ্যসচিব বিপি গোপালিকের নেতৃত্বে যে বৈঠক ডাকা হয়েছিল, সেখানেও স্কুলের গরমের ছুটি নিয়ে আলোচনা হয় বলেও নবান্ন সূত্রে জানা গিয়েছে।
বৃহস্পতিবার আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, এদিন সকাল সাড়ে এগারোটাতেই আলিপুরের তাপমাত্রা ৩৮.৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছয়। দমদমে তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস। এমন অবস্থা যে, দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা দু-একদিনেই পৌঁছতে পারে ৪১ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াসে। উত্তর-দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, মালদহ সমস্ত জেলাতেই চলবে তাপপ্রবাহ। বইবে লু। এর পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, আগামী দুই থেকে তিনদিনে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশ কিছুটা বাড়বে। কিছু জেলায় সিভিয়ার হিট ওয়েভ বা তীব্র তাপপ্রবাহ পরিস্থিতি তৈরি হতে পারে ২১ এপ্রিলের পর থেকে। দুই ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে। তবে রবিবার বৃষ্টি হতে পারে কলকাতার আশেপাশের কয়েকটি জেলাতে।