পথ দুর্ঘটনায় আহত ৯, আশঙ্কাজনক ১ শিশু

নিজস্ব প্রতিবেদন, বর্ধমান: মঙ্গলবার সাত সকালেই ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী হল পূর্ব বর্ধমান জেলার শক্তিগড় থানার অন্তর্গত বরশুল মোড় এলাকা। বাস ও জল ট্যাংকারের মধ্যে সংঘর্ষে আহত কমপক্ষে ৮ থেকে ৯ জন। সকলকে নিয়ে আসা হয়েছে বড়শুল গ্রামীণ হাসপাতালে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, বড়শুল থেকে ছেড়ে বর্ধমান যাওয়ার উদ্দেশ্যে শক্তিগড়ের দিকে যাচ্ছিল বাসটি, সেই সময় আচমকাই কলকাতা অভিমুখী একটি জল ট্যাংকার ওই বাসটির পেছনে সজোরে ধাক্কা মারে। জলের ট্যাংকারটি এত জোরে যাচ্ছিল যে বাসটির পেটে সজোরে ধাক্কা মারার সঙ্গে সঙ্গে বাসটি উলটে যায়। আহত হন কমপক্ষে ৮ থেকে ৯ জন। তৎক্ষণাৎ সকলকে স্থানীয়রা উদ্ধার করে বড়শুল গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে একটি শিশু রয়েছে। আহতদের বড়শুল গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করার পর ছেড়ে দেওয়া হয় এমনটাই জানা যায়। শিশুটির শারীরিক পরিস্থিতি আশঙ্কাজনক হওয়ায় তাকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − four =