জেলে যে ন্যূনতম সুবিধা সাধারণ কয়েদিরা পেয়ে থাকেন, দিল্লির ৩ বারের মুখ্যমন্ত্রীকে সেটুকুও দেওয়া হচ্ছে না। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে অমানবিক আচরণ করা হচ্ছে বলে বিস্ফোরক দাবি করল আপ। দাবি, স্ত্রী সুনিতা কেজরিওয়ালের সঙ্গেও দেখা করতে দেওয়া হচ্ছে না কেজরিওয়ালকে। কেজরিওয়ালের বিরুদ্ধে অভিযোগ, স্ত্রী সুনীতার মাধ্যমেও দলীয় কর্মীদের নির্দেশ পাঠাচ্ছেন কেজরি। সম্ভবত সেকারণেই জেলে সুনীতার সঙ্গে তাঁকে দেখা করতে দেওয়া হচ্ছে না।
শনিবার আপ নেতা সঞ্জয় সিং অভিযোগ করেছেন, সঞ্জয় সিংয়ের অভিযোগ, বিজেপির নির্দেশে জেলবন্দি কেজরিওয়ালের উপর অত্যাচার চালানো হচ্ছে। আর সেটা করা হচ্ছে তাঁর মনোবল ভেঙে দেওয়ার জন্য। কেজরিওয়ালের সঙ্গে তাঁর স্ত্রী সুনীতাকে দেখা করতে হচ্ছে একটি জানালার মাধ্যমে। তাও ওই জানালা কাচ দিয়ে ঢাকা। কেজরিওয়ালের ব্যারাকে ঢুকতেই দেওয়া হচ্ছে না সুনীতাকে। এই ন্যূনতম সুবিধা দেওয়া হয় ভয়ঙ্কর অপরাধীদেরও।
গত ২১ মার্চ আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন আম আদমি পার্টির সুপ্রিমো। তার পর থেকেই জেলবন্দি তিনি। সেখান থেকেই নাকি নির্দেশ দিচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী। তাঁর অঙ্গুলিহেলনেই নাকি চলছে সরকার।