জন্মদিনে শহরে ফিরলেন সুচিত্রা সেন, সামিল মুনমুন-রিয়া সহ অনেকে

তিনি মহানায়িকা। তাঁর জীবন তিনি নিজের মতো করে সাজিয়েছিলেন। ছবির চিত্রনাট্য নিয়ে খুবই খুঁতখুঁতে ছিলেন। বিপরীতে উত্তম কুমারই হোন বা সঞ্জীব কুমার, অশোক কুমার হোন বা দেব আনন্দ বা দিলীপ কুমার, তিনি নিপুণ দক্ষতায় তাঁর চরিত্রগুলোকে আরো বেশি করে গ্রহণযোগ্য করে তুলেছিলেন। অসামান্য ব্যক্তিত্ব, ফিরিয়েছিলেন সত্যজিৎ রায়ের দেবী চৌধুরানী এর অফার। নিজের নীতিতে কোনো আপস না করে কাজ করে গেছেন, নিজের ইচ্ছাতেই আড়ালে চলে যান।

আমৃত্যু বাইরের আর কারোর সামনে আসেননি এ হেন কিংবদন্তী অভিনেত্রী সুচিত্রা সেন। ৬ এপ্রিল তাঁর জন্মদিন। সেই উপলক্ষ্যে শহর কলকাতার এই আইসিসিআর এর অবনীন্দ্রনাথ গ্যালারিতে শুরু হল এক বিশেষ প্রদর্শনী ‘সুচিত্রা’। চলবে ১২ এপ্রিল পর্যন্ত। এক ঘর ভরা সুচিত্রা সেনের অভিনীত ছবির অরিজিনাল পোস্টার, বুকলেট, সঙস বুক, বিজ্ঞাপন, একমাত্র গাওয়া গানের রেকর্ড, ম্যাগাজিন কভার, বই এত কিছু রয়েছে এই প্রর্দশনীতে। আয়োজক কলকাতার পোস্টার বয় হিসেবে পরিচিত বিশিষ্ট ভিনটেজ ফিল্ম পোস্টার ও ফিল্ম পাবলিসিটি মেটেরিয়াল কালেক্টর সুদীপ্ত চন্দ। উদ্বোধনে উপস্থিত ছিলেন মুনমুন সেন, রিয়া সেন, রূপক সাহা, কর্ণধার, শ্যাম সুন্দর কোং জুয়েলার্স, সুরজিৎ কালা, বিশিষ্ট অর্থনৈতিক উপদেষ্টা সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়, সিধু, বিশিষ্ট সাংবাদিক – লেখিকা সোমা এ চ্যাটার্জি, সৌম্য দাশগুপ্ত, ঋদ্ধি বন্দোপাধ্যায় প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + six =