নিজস্ব প্রতিবেদন, বর্ধমান: অগ্নিনির্বাপক দপ্তরেরû অনুমতি ছাড়াই বর্ধমান পুরসভার উদ্যোগে বাঁকার মাঠে চৈত্র সেল চলার অভিযোগ। আরও অভিযোগ, প্রায় একমাস ধরে চলা এই চৈত্র সেলে নেই কোনও অগ্নি নিয়ন্ত্রণ সিলিন্ডার। অগ্নিনির্বাপক দপ্তরেরও কোনও অনুমোদন নেই বলে মঙ্গলবার রাতে খোদ বর্ধমান পুর কর্তৃপক্ষ জানিয়েছে বলে দাবি।
পাশাপাশি চৈত্র সেলের এত ভিড়ের মাঝেও চায়ের স্টল রয়েছে মেলা প্রাঙ্গণের ভিতরে, যে কোনও সময় এই চৈত্র সেলে বড়সড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। স্টল প্রতি আট হাজার টাকা এবং বিদ্যুতের জন্য অতিরিক্ত টাকা নেওয়া হলেও পুরসভার পক্ষ থেকে তেমন কোনও সুযোগ-সুবিধা পাচ্ছেন না বলে দাবি ব্যবসায়ীদের। বর্ধমান পুরসভার উদ্যোগে বাঁকার মাঠে প্রায় একমাস ধরে চলছে এই চৈত্র সেল। আগে চৈত্র সেল বসত বিসি রোডে ব্যবসায়ীদের দোকানের সামনে ফুটপাথে। ক্রেতা-বিক্রেতাদের যানজটে সমস্যায় পড়তে হত পথচলতি সাধারণ মানুষদের।
বিসি রোড যানজট মুক্ত করতে বর্ধমান পুরসভার উদ্যোগে গতবছর ধরে বিসি রোড থেকে সরিয়ে প্রথমে টাউনহলে, পরে বাঁকার মাঠে তিনশোরও বেশি স্টল নিয়ে করা হয় এই চৈত্র সেল।