মহেন্দ্র সিং ধোনি ব্যাট করতে নামলেন। ধারাভাষ্যকাররও উত্তেজনায় ফেটে পড়েন। গ্যালারির পরিস্থিতি সহজেই অনুমান করা যায়। সে সময় ১৯ বলে ৩ রান প্রয়োজন চেন্নাই সুপার কিংসের। ওভারের শেষ বল হওয়ায়, সিঙ্গল নেওয়ার চেষ্টা করেননি। এখানেও সেই ঘটনার কথা তুলে ধরা যায়। দেশের হয়ে একটি ম্যাচে বিরাট অনবদ্য ইনিংস খেলেন, উল্টোদিকে ছিলেন ধোনি। চাইলে ম্যাচ ফিনিশ করতেই পারতেন। যদিও সেটা করেননি। এখানেও সেই পরিস্থিতি।
নতুন ওভারের প্রথম বলেই মাহিকে স্ট্রাইক দেন ঋতুরাজ গায়কোয়াড়। সকলেই চাইছিলেন, ছয় মেরে ম্যাচ ফিনিশ করুক মাহি। কিন্তু ধোনিও সিঙ্গল নিয়ে স্কোর সমান করেন। ঋতুরাজকে স্ট্রাইক দিয়ে সেই বিরাটের মতোই যেন বলতে চাইলেন-তুমিই ম্যাচটা ফিনিশ করো। গায়কোয়াড়ের স্কোয়ারকাটে বাউন্ডারি এবং ঘরের মাঠে জয়ের হ্যাটট্রিক চেন্নাই সুপার কিংসের। উইনিং শট এবং রান বর্তমান ক্যাপ্টেনের ব্যাটেই।
বোর্ডে মাত্র ১৩৭ রানের পুঁজি। এমন ম্যাচ ঘোরাতে প্রয়োজন অবিশ্বাস্য বোলিং-ফিল্ডিং। শুরুতেই ক্যাচ ফেলে কাজ কঠিন করেছিল কেকেআর। ১৪ বল বাকি থাকতে সহজেই লক্ষ্য পেরিয়ে যায় চেন্নাই সুপার কিংস। শিবম দুবে শেষ মুহূর্তে আউট না হলে ৮ উইকেটে জিততে পারত চেন্নাই। অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় ইনিংস অ্যাঙ্কর করেন। ৬৭ রানের অপরাজিত পরিণত ইনিংস ঋতুরাজের। ইমপ্যাক্ট প্লেয়ার শিবম দুবে এই ম্যাচেও ইমপ্য়াক্ট রাখলেন। মাত্র ১৮ বলে ২৮ রান করেন।