জীবন বিজ্ঞানের শিক্ষিকা অনুপস্থিত অভিযোগে বিদ্যালয়ে প্রতিবাদ পড়ুয়াদের

নিজস্ব প্রতিবেদন, বুদবুদ: বিদ্যালয়ে জীবন বিজ্ঞানের শিক্ষিকা অনুপস্থিত থাকার অভিযোগে গত শনিবার পরীক্ষা না দিয়ে শিক্ষিকার বিরুদ্ধে প্রতিবাদ জানায় পড়ুয়ারা। সোমবার বুদবুদের চাকতেঁতুল রামকৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের পড়ুয়ারা বিদ্যালয়ের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাতে থাকে। পড়ুয়াদের অভিযোগ, বিদ্যালয়ের শিক্ষিকা কণিকা মণ্ডল গত বছর বিদ্যালয়ে প্রায় ৮ মাস ধরে অনুপস্থিত ছিলেন। যার কারণে বিজ্ঞান বিভাগের নবম শ্রেণির ছাত্রদের পরীক্ষার পর ওই শিক্ষিকা গড়ে সকল ছাত্রছাত্রীদের নম্বর দিয়ে পাশ করিয়ে দেন। এই বছরও প্রায় ৩ মাস ধরে অনুপস্থিত রয়েছেন। যার কারণে জীবন বিজ্ঞানের কোনও ক্লাস না হওয়ায় পড়াশোনার মান দিনের পর দিন খারাপ হতে শুরু করে। এরই প্রতিবাদে সোমবার সকাল থেকেই বিদ্যালয়ের গেটে তালা ঝুলিতে বিক্ষোভ দেখাতে থাকে নবম ও দশম শ্রেণির পড়ুয়ারা।
পড়ুয়াদের বিক্ষোভের জেরে বিদ্যালয়ে কোনও শিক্ষক শিক্ষিকা বিদ্যালয়ের ভিতরে প্রবেশ করতে না পারায় এক শিক্ষিকা অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত বিদ্যালয়ের ভিতরে প্রবেশ করিয়ে তার শুশ্রূষা করা হয়। এই ঘটনার জেরে বিদ্যালয় চত্বরে উত্তেজনার সৃষ্টি হয়। যদিও এদিন বিদ্যালয়ে অন্যান্য শিক্ষিক শিক্ষিকরা পড়ুয়াদের অভিযোগ স্বীকার করলেও, ওই শিক্ষাকা ও বিদ্যালয়ের টিচার ইনচার্জ বিদ্যালয়ে না থাকার কারণে তাঁদের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × three =