প্রার্থী না দিয়েও, বিজেপি মানুষের পাশে, নাম ঘোষণাতেও তৃণমূলের দেখা নেই: জিতেন্দ্র তিওয়ারি

নিজস্ব প্রতিবেদন, লাউদোহা: আসানসোল লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী না দিলেও শীত গ্রীষ্ম বর্ষা বিজেপি ভরসা। শনিবার দুর্গাপুর ফরিদপুর ব্লকের লাউদোহা থানার অন্তর্গত সরপি কোলিয়ারি এলাকায় বিজেপির একটি দলীয় কার্যালয়ের উদ্বোধনে এসে এ ভাবেই বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।
এদিন আসানসোল লোকসভা কেন্দ্রে বিজেপির এখনও প্রার্থী না দেওয়া প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তাঁর দাবি, আসানসোল লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী না দিলেও শীত গ্রীষ্ম বর্ষা বিজেপি ভরসা। কেননা বিজেপি কর্মী সমর্থকরা সবসময় মানুষের পাশে রয়েছেন, যেখানে তৃণমূল প্রার্থীর নাম ঘোষণা হওয়ার পরও দেখা নেই তাঁর বলে কটাক্ষ করেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি।
পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে আক্রমণ করছেন সেই প্রসঙ্গে দলীয় কার্যালয়ে উদ্বোধনে এসে জিতেন্দ্রবাবু বলেন, ‘রাজ্যের মুখ্যমন্ত্রী দলের নেতা মন্ত্রীদেরই বিশ্বাস করেন না। তিনি তাঁর দলের নেতা মন্ত্রীদেরই সন্দেহ করছেন, তাঁরা নাকি বিজেপির সঙ্গে আঁতাঁত করছেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 6 =