তোমাকে কুর্নিশ… ‘বিদায়ী’ ধোনিকে স্যালুট ক্রিকেট দুনিয়ার

আবেগের সঙ্গে জড়িয়ে আছেন তিনি। রাঁচির, চেন্নাইয়ের, ভারতীয় ক্রিকেটের। চব্বিশ ঘণ্টা পরে শুরু হতে চলেছে আইপিএলের ১৭তম সংস্করণ। তার ঠিক চব্বিশ ঘণ্টা আগে সিগনেচার স্টাইলে ক্যাপ্টেন্সি থেকে সরে দাঁড়ালেন মহেন্দ্র সিং ধোনি। নতুন মরসুমে চেন্নাই সুপার কিংসের ক্যাপ্টেন হিসেবে দেখা যাবে ঋতুরাজ গায়কোয়াড়কে। বিন্দুমাত্র আভাস পাওয়া যায়নি যে, ধোনিকে আর চেন্নাইয়ের ক্য়াপ্টেন হিসেবে দেখা যাবে না। তাই ক্রিকেটমহল, ধোনির বন্ধুরা, আমজনতা, সকলেই স্তম্ভিত। এক বাক্যে সোশ্যাল মিডিয়ায় কুর্নিশ জানাচ্ছেন তাঁরা।

ধোনি তাঁর উত্তরসূরী হিসেবে কাকে ক্যাপ্টেন বাছবেন চেন্নাইয়ের, তা নিয়ে আলোচনার শেষ ছিল না। তবে ভাবা হচ্ছিল, রবীন্দ্র জাডেজা নন, ঋতুরাজ গায়কোয়াড়কেই দেওয়া হবে দায়িত্ব। তবে এ বারই যে দায়িত্ব পাবেন, তা ভাবা যায়নি। ভারতের প্রাক্তন ওপেনার আকাশ চোপড়া বলেছেন, ‘ও আর চেন্নাইয়ের ক্যাপ্টেন থাকছে না। পুরো ব্যাপারটা যে ভাবে করল, ভালো লেগেছে। কিন্তু মনে রাখতে হবে, ওই কিন্তু নেতা থাকবে। যে একবার লিডার হয়, সে বরাবর লিডার থাকে।’

মহেন্দ্র সিং ধোনির সঙ্গে দীর্ঘদিন খেলেছেন ইরফান পাঠান। বাঁ হাতি অলরাউন্ডার এখন কমেন্ট্রি করেন। সেই তিনিই বলেছেন, ‘ক্রিকেট যতদিন থাকবে ধোনির মাহাত্ম থেকে যাবে। ওর অধিনায়কত্ব নিয়ে চর্চা হবে আগামী দিনে। চেন্নাইয়ের ক্যাপ্টেন হিসেবে নতুন দায়িত্ব পেল ঋতুরাজ। ওকে অভিনন্দন।’

সম্মান, প্রক্রিয়া; এ সব শব্দ এখন ধোনির ক্যাপ্টেন্সি ছাড়ার সঙ্গে জড়িয়ে যাচ্ছে। কেন জানেন? ধোনি নিজের উত্তরসূরী যাঁকে বেছেছেন, তাঁকে সম্মান দিয়েছেন। সময় দিয়েছেন। ঋতুরাজ যাতে গুছিয়ে নিতে পারেন নিজেকে। একটা পদ্ধতিও অনুসরণ করেছেন। ধোনি যদি এটা পেরে থাকেন, মুম্বই ইন্ডিয়ান্স পারল না কেন? রোহিত শর্মাকে আচমকা সরিয়ে হার্দিক পান্ডিয়াকে নেতা করার সময় এত তাড়াহুড়ো কেন করা হল? ধোনি আবার শিখিয়ে গেলেন, ক্রিকেট শুধু খেলা নয়। তারও উর্ধ্বে কিছু। যেটা শুধু ধোনিই জানেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + 19 =