কলকাতা: আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই। উল্টে আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রা কমতে পারে, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই বুধবার কলকাতায় সামান্য কমল তাপমাত্রা। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ৪৮ ঘণ্টা তাপমাত্রার পতন দেখা যেতে পারে। তবে সপ্তাহান্তে ফের বদলে যাবে আবহাওয়া। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় আগামী দু’দিনে রাতের দিকের তাপমাত্রা দু’ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। তবে এই আবহাওয়া বেশি দিন স্থায়ী হবে না। শুক্রবারের পর রাজ্য জুড়ে তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। শুক্রবারের পরে দক্ষিণবঙ্গ জুড়ে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আপাতত সকালে মনোরম আবহাওয়া থাকলেও, বেলা বাড়লে বাড়বে গুমোট গরম। উত্তরবঙ্গেও আপাতত বৃষ্টি হবে না।
শুষ্ক আবহাওয়াই বজায় থাকবে। বৃহস্পতি ও শুক্রবার দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী তিন দিন তাপমাত্রা সামান্য কমবে। শুক্রবারের পর সামান্য বাড়তে পারে তাপমাত্রা। রবিবার থেকে ক্রমশ চড়বে পারদ। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক।