কেন্দ্রীয় বাহিনীর রুর্ট মার্চ

নিজস্ব প্রতিবেদন, পশ্চিম বর্ধমান: আজ অর্থাৎ বুধবার অণ্ডালের উখড়া ফাঁড়ি এলাকায় রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীকে সকাল থেকে রুট মার্চ করতে দেখা গিয়েছে।
বুধবার সকাল ১০ টা থেকে কেন্দ্রীয় বাহিনীর রুর্ট মার্চ উখড়া ফাঁড়ির বিশ্বেশ্বরী এলাকার বিভিন্ন জায়গায়। সঙ্গে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উখড়া ফাঁড়ির পুলিশ। বাহিনীর জওয়ানরা ও পুলিশ কথা বলল স্থানীয়দের সঙ্গে। নির্বিঘ্নে নিরাপদে ভোট করার লক্ষ্যে টহল দিচ্ছেন পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
উল্লেখ্য, নির্বাচন কমিশনার এখনও লোকসভা নির্বাচনের তারিখ ঘোষণা করেনি। কিন্তু নির্বাচন কমিশনার নির্বাচনী প্রক্রিয়া শুরু করেছেন, সারা ভারতের পাশাপাশি পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশনার জেলার ডিএম এবং এসপিদের সঙ্গে বৈঠক করেছেন এবং রাজ্যে আইনশৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দিয়েছেন। সেন্ট্রাল ফোর্সের প্রায় ৬টি কোম্পানি এসেছে এ রাজ্যে। প্রতিটি থানায় একটি প্লাটুন কোম্পানি দেওয়া হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। মঙ্গলবার থেকে জামুড়িয়া, রানিগঞ্জ, বারাবনি সহ অনেক এলাকায় কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশকে রুর্ট মার্চ করতে দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − three =