বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একদিকে কেন্দ্রীয় সরকারের নারীকল্যাণের নানা কথা বলেন। সেই সঙ্গে একহাত নেন তৃণমূল ও আইএনডিআই জোটের নারীদের প্রতি উপেক্ষা ও অবহেলাকে।
মহিলাদের জন্য কেন্দ্রীয় প্রকল্প চালু হতে দেয় না তৃণমূল সরকার, বলেন মোদি একই সঙ্গে বলেন, ‘বেটি বঁচাও, বেটি পড়াও’ প্রকল্প চালু করতে দেওয়া হয়নি পশ্চিমবঙ্গে। উজ্জ্বলা যোজনার আবেদন আটকে রেখেছে।
প্রধানমন্ত্রী বারাসাত থেকে বাংলার মহিলাদের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “মহিলাদের ক্ষমতায়ন মোদির গ্যারান্টি’’। মনে করিয়ে দেন রাষ্ট্রপতি দ্রৌপদীও একজন আদিবাসী মহিলা।
মোদি বলেন, ভারত সরকার হেল্পলাইন খুলেছে মহিলাদের জন্য। কৃষি বিকাশের জন্য এবং মহিলাদের কর্মসংস্থানের জন্য নমো ড্রোন যোজনার কথা বলেন মোদি।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের পাল্টা কেন্দ্রীয় লাখপতি দিদির প্রচার করেন মোদি। বলেন, “ইতিমধ্যেই বাংলার ১৬ কোটি মহিলা লাখপতি দিদি হয়েছেন’’।