ব্যারাকপুর: চিকিৎসাধীন রোগীকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠল হাসপাতালের এক গ্রুপ ডি স্টাফের বিরুদ্ধে। রবিবার দুপুরে নক্কারজনক ঘটনাটি ঘটেছে ব্যারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে। রোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে টিটাগড় থানার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। জানা গিয়েছে, রহড়া বন্দিপুরের বাসিন্দা এক মহিলার সম্প্রতি সিজারে সন্তান প্রসব হয় ব্যারাকপুর বিএন বসু হাসপাতালে। সেই সিজারের ফলে ইনফেকশন হয়ে যায়। তাই রবিবার ওই মহিলাকে হাসপাতালে আসতে বলা হয়। রোগীর মেসো শেখ মহম্মদ আলি জানান, এদিন দুপুরের দিকে হাসপাতালের অপারেশন থিয়েটার থেকে ওকে বেডে নিয়ে যাচ্ছিল এক ওটি বিভাগের কর্মী। কিন্তু মদ্যপ অবস্থায় থাকা ওই ওটি বিভাগের কর্মী তাঁর আত্মীয়াকে বেডে না নিয়ে গিয়ে মাঝ পথে রেখে দেয়। এমনকী তাঁর আত্মীয়াকে ওই ওটি বিভাগের কর্মী শ্লীলতাহানি করে বলে অভিযোগ। তবে রোগীর পরিবার বিষয়টি ওয়ার্ড মাস্টারকে জানান। ওয়ার্ড মাস্টার অন্য এক কর্মীকে পাঠিয়ে রোগীকে বেডে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। ঘটনায় অভিযুক্তের গ্রেপ্তারের দাবিতে মহিলার আত্মীয় পরিজনরা সরব হন। এদিকে ঘটনার ঘিরে উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে। অভিযোগ, ক্ষোভে রোগীর পরিবারের লোকজন অভিযুক্তের কোয়ার্টারে ভাঙচুর চালায়। পরিবারের তরফে হাসপাতাল কর্তৃপক্ষ ও টিটাগড় থানায় অভিযোগ দায়ের করা। অভিযোগের ভিত্তিতে পুলিশ এসে কোয়ার্টার থেকে ৫৫ বছরের দেবেন্দ্রর কামাতিকে পাকড়াও করে নিয়ে যায়।