‘পিছিয়ে থাকা’ বাংলার উন্নয়নে বঙ্গ সফরে ২২ হাজার কোটির প্রকল্প ঘোষণা মোদির

লোকসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গ সফরে এসে ২২ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার আরামবাগের পর শনিবার কৃষ্ণনগরের সরকারি অনুষ্ঠান থেকে মোট ২২ হাজার কোটি টাকার প্রকল্পের কথা বলেছেন তিনি।

উল্লেখ্য, শনিবার মোট ১৫ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করলেন মোদি। তার মধ্যে আছে, ফরাক্কা থেকে রায়গঞ্জ ৪ লেন রাস্তা, আজিমগঞ্জ-মুর্শিদাবাদ নতুন রেললাইন, মেজিয়া তাপবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন। পুরুলিয়ার রঘুনাথপুরে তাপবিদ্যুৎ প্রকল্পের দ্বিতীয় ইউনিট, রামপুরহাট-মুরারই থার্ড লাইন। ফরাক্কা-রায়গঞ্জের রাস্তা তৈরি হওয়ার পরে ৪ ঘণ্টার রাস্তা মাত্র ২ ঘণ্টায় পাড়ি দেওয়া যাবে বলেই আশাবাদী প্রধানমন্ত্রী।

শনিবার কৃষ্ণনগরের সরকারি অনুষ্ঠানে মোদি বলেন, স্বাধীনতার পর থেকেই পিছিয়ে দিল বাংলা। সেই ব্যবধান গত ১০ বছরে অনেকটাই কমিয়েছে কেন্দ্র। প্রধানমন্ত্রীর কথায়, ‘আরামবাগ থেকে ৭ হাজার কোটির প্রকল্পের শিলান্যাস করেছি। আজ ১৫ হাজার কোটির প্রকল্পের উদ্বোধন করলাম মানুষের উন্নতিতে। বাংলার ভাইবোনের জীবনকে সহজ করবে এই প্রকল্প। এর ফলে রোজগারের নতুন পথও খুলে যাবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × two =