নিজস্ব প্রতিবেদন, বর্ধমান: বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আর্থিক তছরুপের অভিযোগে হিসাবের দাবিতে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে অভিযান ভারতের ছাত্র ফেডারেশন পূর্ব বর্ধমান জেলা কমিটির।
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের চলমান আর্থিক তছরুপ ও দুর্নীতির বিরুদ্ধে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ রক্ষার বার্তা নিয়ে ভারতের ছাত্র ফেডারেশন পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে শুক্রবার দুপুর ১টা নাগাদ বর্ধমান কার্জনগেট থেকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রাজবাটি ক্যাম্পাস পর্যন্ত এক বিক্ষোভ মিছিলের আয়োজন করে। পরে তারা রাজবাটি ক্যাম্পাসে অবস্থান বিক্ষোভ করে।
এসএফআই পূর্ব বর্ধমান জেলা কমিটির সম্পাদক অর্ণিবাণ রায়চৌধুরীর দাবি, ‘বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনও পর্যন্ত হিসাব দিতে পারেনি যে আমাদের রেজাল্ট খাতে ২১ কোটি টাকা কোথায় খরচ হয়েছিল। আমাদের প্রথম দাবি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কোষাগারের টাকা কোথায় যাচ্ছে তা কর্তৃপক্ষকে জানাতে হবে। যদি না জানাতে পারে তা হলে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে সেই রিপোর্ট প্রকাশ করতে হবে।’ এছাড়াও তারা অনান্য দাবি নিয়ে এদিন সরব হয় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে।