ইছাপুর পূর্বাশা পাড়ায় ভগত বাড়িতে ইডির হানা

ব্যারাকপুর : বুধবার সাতসকালে ইডির হানা নোয়াপাড়া থানার উত্তর ব্যারাকপুর পুরসভার ১ নম্বর ওয়ার্ডের ইছাপুর পূর্বাশা এলাকায় ‘ভগত’ বাড়িতে। যদিও কি কারণে ভগত বাড়িতে ইডি হানা দিয়েছে, তা নিয়ে অন্ধকারে প্রতিবেশীরা। জানা গিয়েছে, দ্বিতল বাড়ির নিচের তলায় থাকেন পেশায় উবের চালক রাজু ভগত। স্ত্রী ও ছোট্ট এক কন্যাকে নিয়ে তিনি থাকেন। ওপরতলায় থাকেন তাঁর ভাই। সূত্র বলছে, উত্তর প্রদেশের একটি অনলাইন গেমিং এ্যাপসের আর্থিক কেলেঙ্কারির তদন্ত করতে ইডির অভিযান ভগত বাড়িতে। সূত্র আরও বলছে, ওই গেমিং অ্যাপস সংস্থার সল্টলেক অফিসের ম্যানেজার রাজুর স্ত্রী সর্বানী ভগত।

পড়শি জগবন্ধু দাস জানান, রাজু উবের চালায়। আর ওর স্ত্রী সর্বানী সল্টলেকে কোনও বেসরকারি সংস্থায় কাজ করেন। কিন্তু কি কারণে ইডির তল্লাশি অভিযান, তা বলতে পারব না। জগবন্ধু বাবু আরও বলেন, দু’তিন মাস আগে দু’জন ব্যক্তি রাজু ভগতের বাড়ির খোঁজ করতে এসেছিলেন। কিন্তু ওনারা বাড়িটা দেখে চলে গিয়েছিলেন। সেদিন থেকেই তাঁর মনে সন্দেহ জেগেছিল। আরেক পড়শি অমিয় সরকার বলেন, স্বামী-স্ত্রী দুজনেই খুব মিশুকে প্রকৃতির। রাজুর স্ত্রী কলকাতায় বেসরকারি সংস্থার কাজ করেন শুনেছি। কিন্তু ইডির তল্লাশি নিয়ে তারা অন্ধকারে। তেরো ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ শেষে তদন্তকারীরা ভগত বাড়ি ছাড়েন। প্রসঙ্গত, এদিন সকাল সাতটা নাগাদ তল্লাশিতে আসেন ইডির অধিকারিকরা। আর রাত আটটা নাগাদ তারা বেরোন। যদিও তদন্তকারীরা সাংবাদ মাধ্যমের কাছে মুখ খুলতে চায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × four =