কাঁকড়ার খোঁজে গিয়ে প্রাণ হারালেন এক মৎস্যজীবী। মৃতের নাম হরিপদ মণ্ডল। সোমবার সকালে চার সঙ্গীকে নিয়ে কাঁকড়া ধরতে গিয়েছিলেন ঝড়খালির বাসিন্দা হরিপদ মণ্ডল। জঙ্গলের একটু গভীরে যেতেই ঘাপটি মেরে থাকা রয়্যাল বেঙ্গল টাইগার তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে। বাঘের হামলায় ঘটনাস্থলেই মৃত্যু হয় হরিপদর।
এই ঘটনার খবর পেয়ে আবারও মৎস্যজীবীদের গভীর জঙ্গলে যাওয়া থেকে সতর্ক করেছে বনদপ্তর। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, জঙ্গলে ঢুকে খাঁড়ির জলে নামতেই বাঘ তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে। বাঘের থাবা থেকে তাঁকে বাঁচানোর কোনও সুযোগই পাওয়া যায়নি, ঘটনাস্থলেই মৃত্যু হয় হরিপদর।
উল্লেখ্য, বার বারই সুন্দরবনের গভীর জঙ্গলে কাঁকড়া বা মীন ধরতে দিয়ে এভাবেই বাঘের মুখে পড়ে মৃত্যুবরণ করতে হয়েছে বহু মৎস্যজীবীকে।