প্রয়াত অভিনেতা ঋতুরাজ সিং

সোমবার রাতে হৃদ্রোগে আক্রান্ত হয়ে আচমকাই প্রয়াত হলেন টেলিভিশন অভিনেতা ঋতুরাজ সিং। বয়স হয়েছিল ৫৯। বেশ কয়েক দিন ধরেই অসুস্থ ছিলেন অভিনেতা। অগ্ন্যাশয়ের সমস্যায় ভুগছিলেন।
সম্প্রতি হিন্দি টেলিভিশনের জনপ্রিয় সিরিয়াল ‘অনুপমা’-তে যশপালের চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। টেলিভিশন-সহ একাধিক সিনেমায় দেখা গিয়েছে তাঁকে।তিনি টেলিভিশনে ‘বনেগি আপনি বাত’, ‘জ্যোতি’, ‘হিটলার দিদি’, ‘দিয়া অউর বাতি হম’ সিরিয়ালে কাজ করেছেন। এ ছাড়াও আলিয়া ভট্ট, বরুণ ধওয়ানের সঙ্গে ‘বদ্রীনাথ কি দুলহানিয়া’ ছবিতেও নজর কেড়েছিলেন ঋতুরাজ। ছিলেন ‘ইয়ারিয়া টু’ ছবিতেও। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ বলিউডের একাংশের। তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন অভিনেতা আরশাদ ওয়ারসি-সহ অন্যরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 2 =