ভারতের পিচে বাজবলে সাফল্য পাওয়া কঠিন, মন্তব্য সৌরভের

ক’দিন আগেও ইংল্যান্ডের বাজবল নিয়ে ক্রিকেট মহলে খুব হইচই হচ্ছিল। কিন্তু ভারতের মাটিতে বেন স্টোকসরা রীতিমতো কাগুজে বাঘ। তৃতীয় টেস্টে ইংলিশ বাহিনীর অসহায় আত্মসমর্পণে এটা পরিষ্কার, ভারতের মাটিতে বাজবল কৌশল কাজে দেবে না। রবিবার ইডেনে সৌরভ গাঙ্গুলির গলাতেও সেই সুর শোনা গেল। প্রাক্তন ভারতীয় অধিনায়ক বলেন, ‘ইংল্যান্ড আগ্রাসী ক্রিকেটই খেলছে। কিন্তু ভারতের বিরুদ্ধে বাজবল কার্যকরী হওয়া কঠিন। রাজকোটে রোহিতদের বড় জয়ে আমি আপ্লুত। মাথায় রাখতে হবে, বিরাট কোহলি-লোকেশ রাহুল সহ একাধিক গুরুত্বপূর্ণ ক্রিকেটার নেই দলে। তবুও টিম ইন্ডিয়ার দাপট অব্যাহত।’

রাজকোটে জয়ের পর পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রোহিত-ব্রিগেড। এখান থেকে কি ইংল্যান্ড প্রত্যাবর্তন করতে পারবে? সৌরভের সাফ জবাব, ‘সেই সম্ভাবনা দেখছি না। আসলে ঘরের মাঠে রোহিতদের হারানো খুবই কঠিন।’ পাশাপাশি পরপর দুই ম্যাচে দ্বিশতরান হাঁকানো যশস্বী জয়সওয়ালকে প্রশংসায় ভরিয়েছেন তিনি। প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট বলেন, ‘ভবিষ্যতের তারকা হয়ে উঠবে যশস্বী। তিন ফরম্যাটেই দাপট দেখাবে। চলতি সিরিজে কী অসাধারণ ব্যাট করছে ছেলেটা! আগামী দিনে বিদেশের মাটিতেও একই রকম সাফল্য পেলে অবাক হব না। সরফরাজ খানের কথাও বলতে হবে। ঘরোয়া ক্রিকেটে প্রচুর রান রয়েছে ওর। আন্তর্জাতিক ক্রিকেটে শুরুটাও ভালো করল। ফোকাস ঠিক রাখতে পারলে অনেক দূর যাবে। ওর জন্য শুভেচ্ছা রইল।’

এদিকে, বিসিসিআই সচিব ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, আসন্ন টি-২০ বিশ্বকাপে রোহিত শর্মাই ক্যাপ্টেন থাকবেন। এই প্রসঙ্গে সৌরভকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এটাই তো কাঙ্ক্ষিত ছিল। ওডিআই বিশ্বকাপে রোহিত দক্ষভাবে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিয়েছে। আশা করি ওর অধীনে টি-২০ বিশ্বকাপেও দারুণ ফল করবে টিম ইন্ডিয়া।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + sixteen =