দর্শকদের উছ্বসিত প্রশংসায় ভাসল পার্ক ম্যানসনসে আয়োজিত ‘রিক-শো’ চলচচ্চিত্র প্রদর্শনী

কলাকাতা: শহরের পার্ক স্ট্রিটের পার্ক ম্যানসনে শুক্রবার সন্ধ্যায় আয়োজন করা হয় বনজুর ইন্ডিয়া ফেস্টিভালের ।শোয়ের ভরপুর আনন্দ নেওয়ার পর উপস্থিত দর্শকদের উচ্ছ্বসিত প্রশংসা লাভ করেছে এই আয়োজন।

‘রিক – শো’ একটি ভ্রাম্যমাণ সিনেমা প্রদর্শনী, একটি রিকশায় করে যা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হয়।এর ভাবনা ফরাসি শিল্পী লে জন্টিল মার্কোঁর মস্তিস্ক প্রসূত।২০২০ সালে ভারতে তিনি প্রথম এই শোয়ের সূচনা করেন। ওই সময় তাঁকে অ্যালায়েন্স
ফ্রান্সেইস ডি ত্রিবন্দ্রম সার্বজনীন স্থানে শিল্প প্রদর্শনীর আয়োজন করার জন্য আমন্ত্রণ জানানো হয়।আগে যে ভাবে মেলা কে কেন্দ্র করে সিনেমা দেখানোর আয়োজন করা হত তাকে অনুসরণ করেই এই সিনেমার দেখানোর ব্যবস্থা।

এদেশে জনপ্রিয়তা ও সর্বত্র যাতায়াতের সুবিধার জন্য এই সিনেমা প্রদর্শনীর বাহন হিসাবে বেছে নেওয়া হয়েছে রিকশাকে।অ্যালায়েন্স ফ্র্যানচাইজের রাজ্যের অধিকর্তা নিকোলাস ফ্যাসিনো বলেন, “অ্যালায়েন্স ফ্র্যান্চাইজ ডি বেঙ্গলের জন্য বেঙ্গলের জন্য পার্ক ম্যান্সনসে বনজুর ইন্ডিয়ার ৫ম কার্যক্রম রিক-শো আয়োজন করার জন্য এক সুন্দর অবসর।আমাদের লক্ষ্য শহরের কেন্দ্রস্থলে মানুষকে নিজের ঐতিহ্যের সঙ্গে সঙ্গে ফরাসি সংস্কৃতির সঙ্গে পরিচিত করা।২৯ এপ্রিল শুরু হতে চলা এই অনুষ্ঠান চলাকালীন লাগাতার তিনটি সন্ধ্যা পার্ক ম্যানসনের প্রাঙ্গন চলচ্চিত্র প্রেমীদের ঘর বাড়ি হবে উঠবে।এপিজে গ্রুপকে আমরা ধন্যবাদ জানাই তাদের সমর্থন ও সহযোগিতার জন্য।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 1 =