নিজস্ব প্রতিবেদন, পূর্ব বর্ধমান: দ্বারকেশ্বর নদ থেকে অবৈধ ভাবে বালি কেটে ট্রাক্টর করে পাচার করার অভিযোগে দু’টি বালিবোঝাই ট্রাক্টর সহ দু’জন চালককে গ্রেপ্তার করল খণ্ডঘোষ থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ থানার অন্তর্গত রাওতারা এলাকায় দ্বারকেশ্বর নদ থেকে বেশকিছু বালি মাফিয়া পুলিশ প্রশাসনের নজর এড়িয়ে অবৈধ ভাবে বালি কেটে পাচার করছিল। পুলিশ জানিয়েছে, ওই এলাকা থেকে অভিযোগ পাওয়ার পর রাওতারা এলাকায় দারকেশ্বর নদে হানা দিয়ে দু’টি বালিবোঝাই ট্রাক্টর সহ দু’জন চালককে গ্রেপ্তার করা হয়। ধৃত দু’জন চালকের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলার রুজু করে মঙ্গলবার বর্ধমান আদালতে পেশ করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের ৭ তারিখ খণ্ডঘোষ থানার অন্তর্গত রাওতারা এলাকায় দারকেশ্বর নদে হানা দিয়ে একটি বালিবোঝাই ট্রাক্টর সহ চালককে গ্রেপ্তার করা হয়েছিল এবং তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তাকে বর্ধমান আদালতে পেশ করা হয়েছিল। তবে সেই মামলাটির এখনও তদন্ত চলছে। খণ্ডঘোষ থানার পুলিশ জানিয়েছে, কেউ যাতে অবৈধ ভাবে নদ থেকে বালি কেটে পাচার করতে না পারে তার জন্য খণ্ডঘোষ থানার পুলিশ ও ব্লক ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর কড়া নজরদারি চালাচ্ছে। আগামী দিনেও নজরদারি চলবে এবং সময় মতো হানা দিয়ে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।