তিনটি নয়, কুনো জাতীয় উদ্যানে চারটি শাবকের জন্ম দিয়েছে নামিবিয়ার চিতা ‘জ্বলা’। বুধবার এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব। কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী ভূপেন্দ্র যাদব এক্স মাধ্যমে জানিয়েছেন, তিনটি নয়, চারটি শাবকের জন্ম দিয়েছে জ্বলা। এর ফলে আমাদের আনন্দ কয়েকগুন বেড়ে গিয়েছে। সবাইকে অভিনন্দন। ভারতে নিজেদের ঘরে শাবকদের উন্নতি হোক, এই প্রার্থনা করছি আমরা। গতবছর মার্চেই মা হয়েছিল নামিবিয়া থেকে ভারতে আসা চিতা ‘জ্বলা’।
তবে জন্ম নেওয়া ৪টি চিতা শাবকের মধ্যে তিনটিরই মৃত্যু ঘটেছিল সেই সময়। সেই জ্বলা আবারও মা হয়েছে। এবার সে জন্ম দিয়েছে চারটি শাবকের। বুধবার এই তথ্য জানিয়ে তাদের ভিডিও পোস্ট করেছেন কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব। ২০২২ সালের ১৭ সেপ্টেম্বর আফ্রিকার নামিবিয়া থেকে আটটি চিতা এসে পৌঁছেছিল ভারতের মাটিতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে সেই চিতাগুলি আনা হয়েছিল। পরে আফ্রিকা থেকে আরও ১২টি চিতা এদেশে আনানো হয়েছিল। তবে আফ্রিকার থেকে আসা বেশ কয়েকটি চিতার মৃত্যু হয়েছে বিগত দিনে। তবে এবার নামিবিয়া থেকে আসা চিতা ‘জ্বলা’ খুশির খবর দিল।