মস্কো যাওয়ার পথে, আফগানিস্তানের পাহাড়ি অঞ্চলে দুর্ঘটনার কবলে পড়ে একটি ভারতীয় যাত্রীবাহী বিমান। রবিবার সকালে আফগান সংবাদমাধ্যমগুলির এই দাবিতে হইচই পড়ে গিয়েছিল দেশ জুড়ে। তবে, কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক স্পষ্ট জানিয়ে দিয়েছে, আফগানিস্তানের তোপখানা পাহাড়ে ভেঙে পড়া বিমানটি ভারতীয় নয়। সেটি সম্ভবত মরক্কোর একটি বিমান। যেখানে ৬-৮ জন সদস্য ছিল বলে মনে করা হচ্ছে। আফগানিস্তানে ভেঙে পড়া বিমানটি কোনও ভারতীয় সংস্থার নয়।
দেশের বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএর তরফে জানানো হয়েছে, আফগানিস্তানে দুর্ঘটনার কবলে পড়া বিমানটি ভারতীয় নয়। কোনও ভারতীয় সংস্থার নামে রেজিস্টারডও নয়। বরং মরক্কোর সংস্থার নামে রেজিস্টার করা ছোট চাটার্ড বিমান। রাশিয়ার বিমান সংস্থার তরফে জানানো হয়েছে, বিমানটি রাশিয়ার সংস্থার নামে রেজিস্টারড ডিসি ফ্যালকন ১০। চাটার্ড বিমানটি ভারত থেকে উজবেকিস্তান হয়ে মস্কো যাচ্ছিল। শনিবার রাতে সেই বিমানটি রাডার থেকে কার্যত উবে গিয়েছিল। রবিবার সকালে সেটি ভেঙে পড়ে বলে খবর।