পাকিস্তানের বালুচিস্তানে জঙ্গি সংগঠন জইশ আল অদলের ঘাঁটিতে ইরানের মারাত্মক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার পর এ বার ইরানের উপর পাল্টা হামলা চালাল পাকিস্তান। ইরান সীমান্তের অভ্যন্তরে সন্ত্রাসী আস্তানাকে নিশানা করে হামলা চালিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার পাকিস্তানের বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার সকালে ইরানের সিয়েস্তান-ও-বালুচিস্তান প্রদেশে সন্ত্রাসীদের আস্তানা লক্ষ্য করে সমন্বিত সামরিক হামলা চালানো হয়েছে। ইরানের ভূখণ্ডে পাক হামলায় ৪টি শিশু এবং তিন জন মহিলার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
গত সোমবার ইরাকের কুর্দিস্তান এবং সিরিয়ায় ইজরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদের গোপন ডেরায় ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর মঙ্গলবার পাকিস্তানের বালুচিস্তানে জঙ্গি ঘাঁটি লক্ষ করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। জঙ্গি সংগঠন জইশ আল অদলের ঘাঁটিতে সেই হামলা চালানো হয় বলে দাবি তাদের। পরে পাকিস্তান সরকার জানিয়েছিল, কোনও উস্কানি ছাড়ায় বালুচিস্তানে হামলা চালিয়েছে ইরান এবং তা আন্তর্জাতিক আইন এবং রাষ্ট্রপুঞ্জের নীতির পরিপন্থী। এবার ইরানে প্রত্যাঘাত চালাল পাকিস্তান।