দলে যোগ দিয়েই অন্ধ্রের প্রদেশ কংগ্রেস সভাপতি হিসাবে নির্বাচিত হলেন জগন মোহন রেড্ডির বোন শর্মিলা। গত সপ্তাহেই দাদা জগন মোহন রেড্ডির দল ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছিলেন নেত্রী। উল্লেখ্য, গত সপ্তাহে কংগ্রেসে যোগ দিয়েই শর্মিলা জানিয়েছিলেন, রাহুল গান্ধিকে প্রধানমন্ত্রী করার জন্যই দলে যোগদান করেছেন।শোনা গিয়েছিল, কংগ্রেসে যোগ দিলেই বড় কোনও পদ পেতে পারেন শর্মিলা। সেই মতোই প্রদেশ সভাপতির পদ পেলেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওয়াই এস আর রেড্ডির কন্যা।
তেলঙ্গানায় প্রথমবার সরকার গড়েছে কংগ্রেস। তার পরেই প্রতিবেশী রাজ্যেও ক্ষমতা দখলের জন্য ঝাঁপিয়েছেন রাহুল গান্ধিরা। অন্ধ্রের মুখ্যমন্ত্রীর বোন শর্মিলাকে কংগ্রেসে সই করিয়েই দক্ষিণের রাজ্যটিতে নয়া সমীকরণ তৈরির চেষ্টা চলছে।
মঙ্গলবার কংগ্রেসের তরফে একটি বিবৃতি প্রকাশ করে বলা হয়, শর্মিলাকে অন্ধ্রপ্রদেশের রাজ্য সভাপতি হিসাবে নির্বাচিত করা হয়েছে। গতকালই পদত্যাগ করেছিলেন কংগ্রেসের রাজ্য সভাপতি রুদ্র রাজু। তাঁকে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্যপদ দেওয়া হয়েছে।