কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় গা ঢাকা দিয়েছে শীত, উধাও হচ্ছে ঠান্ডা। সোমবার কলকাতায় আরও বাড়ল তাপমাত্রার পারদ, এদিন মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। মকর সংক্রান্তি এগিয়ে এল, তবুও শীতের দেখা নেই। আবারও তাপমাত্রা চড়ল।
সোমবার কুয়াশা মাখা সকালেও তাপমাত্রা রইল স্বাভাবিকের উপরেই। কলকাতায় শীত অনুভূত না হলেও, গ্রাম বাংলায় এদিন সকালেও শীতের আমেজ অনুভূত হয়েছে। তবে, বেলা বাড়তেই ঠান্ডা উধাও হয়ে যায়। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শীত ফিরবে, তাও শিগগিরিই। ১০ জানুয়ারির পর আবহাওয়ার পরিবর্তন হতে পারে। আবারও নতুন করে তাপমাত্রা কমে বাংলায় জাঁকিয়ে ঠান্ডা পড়তে পারে।