নিজস্ব প্রতিবেদন, কাঁকসা: পানাগড়ের রেলপাড়ে ৩ জনের খুনের ঘটনায় এবার গ্রেপ্তার হল সারদাপল্লির এক যুবক। ধৃতের নাম শেখ জুনেদ ওরফে পাপ্পু। ধৃতকে রবিবার দুপুর ১টা নাগাদ মহকুমা আদালতে পেশ করে কাঁকসা থানার পুলিশ। ধৃতকে ৬ দিনের পুলিশ হেপাজতে পাঠানো হয়েছে।
জানা গিয়েছে, ধৃতের পানাগড় ও রাজবাঁধে দু’ জায়গায় দু’টি বাড়ি আছে। শনিবার গভীর রাতে পানাগড়ের রেলপাড়ের সারদাপল্লির বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে কাঁকসা থানার পুলিশ। এই ঘটনার তদন্তে নেমে ফোনের সূত্র ধরে প্রায় দেড় মাস পর চলতি মাসের গত ২ তারিখ রাতে সিমরনের কাকিমাকে গ্রেপ্তার করে কাঁকসা থানার পুলিশ। তদন্তে নেমে পুলিশ মহম্মদ জুনেদের নাম জানতে পারে। জুনেদের সঙ্গে সিমরনের কাকিমা রিঙ্কি বিশ্বকর্মার বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল বলে দাবি। একই এলাকার বাসিন্দা হওয়ার কারণে জুনেদের ঘনঘন যাতায়াত ছিল তাঁদের বাড়িতে। আরও দাবি, সিমরনের সঙ্গেও সম্পর্ক গড়ে ওঠে জুনেদের। এরই মধ্যে জুনেদ সিমরনকে বিয়ে করার বিষয়ে মনস্থির করে বসে। পুলিশের অনুমান, জুনেদের থেকে সিমরনকে দূরে সরাতেই হত্যার পরিকল্পনা করা হতে পারে। অন্যদিকে ঘটনার দিন বাড়িতে আরও দু’জন উপস্থিত থাকায় প্রমাণ লোপাট করতে তাঁদেরকেও খুন করা হয় বলে অনুমান পুলিশের। তবে এই ঘটনার সঙ্গে আরও অনেকে যুক্ত থাকতে পারে বলে অনুমান পুলিশের।