ফের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে ট্যাবলো নিয়ে রাজনীতি। অভিযোগ এবারের কুচকাওয়াজে মোট ১৬টি রাজ্যের ট্যাবলো জায়গা পাচ্ছে। কিন্তু তার মধ্যে ইন্ডিয়া জোটের দখলে থাকা মাত্র ৩ রাজ্যের ট্যাবলোকে ঠাঁই দেওয়া হয়েছে।
বাংলা, দিল্লি এবং পাঞ্জাবের ট্যাবলো দিল্লি আগেই বাতিল করেছিল। যুক্তি দেওয়া হয়েছিল, ওই রাজ্যগুলির ট্যাবলোর থিম দেশের বৃহত্তর ভাবনার সমার্থক নয়। উল্লেখ্য, পশ্চিমবঙ্গের থেকে কন্যাশ্রী প্রকল্প পর্যন্ত যাত্রা-সম্বলিত ট্যাবলোর নকশা পাঠানো হয়েছিল। কিন্তু প্রতিরক্ষা মন্ত্রক তা খারিজ করে দিয়েছে আগেই। পঞ্জাবের ট্যাবলোর ক্ষেত্রেও একই ধরনের যুক্তি দেখানো হয়েছে। যদিও বিরোধীদের দাবি, এভাবে বেছে বেছে বিরোধীদের ট্যাবলো বাদ দেওয়া হচ্ছে শুধুই রাজনৈতিক প্রতিহিংসা থেকে।
এবার ট্যাবলোর যে চূড়ান্ত তালিকা প্রকাশ হয়েছে তাতে দেখা যাচ্ছে, ইন্ডিয়া জোটের দখলে থাকা মাত্র ৩ রাজ্যকে ওই তালিকায় জায়গা দেওয়া হয়েছে। সেগুলি হল কংগ্রেস শাসিত তেলঙ্গানা, জেএমএম-কংগ্রেস শাসিত ঝাড়খণ্ড এবং ডিএমকে-কংগ্রেস জোট শাসিত তামিলনাড়ু। বাকি ১৩টি রাজ্যের মধ্যে ১০টি হয় বিজেপির, নয় বিজেপি জোট শাসিত।