আধ্যাত্মিক গুরু ১৪তম দালাই লামা সোমবার থেকে চার দিনের সফরে সিকিম আসলেন। ১২ ডিসেম্বর রাজধানী গ্যাংটকে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। ১৪ ডিসেম্বর সিকিম থেকে ফেরার কথা তাঁর।
দালাই লামার আগমনকে কেন্দ্র করে সিকিম রাজ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সিকিমের ছটি জেলার পাশাপাশি রাজ্যের বাইরে থেকেও বিপুল সংখ্যক অনুগামী তাঁর দর্শনে উপস্থিত থাকবেন। এই কারণে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মঙ্গলবার পালজোর স্টেডিয়ামে বক্তৃতা দেওয়ার পর দালাই লামা তাঁর অনুগামীদের আশীর্বাদ দেবেন। তাঁর বক্তৃতা ‘বোধিসত্ত্বের ৩৭ অনুশীলন এবং বোধিসত্ত্ব সৃষ্টি অনুষ্ঠান’-এর উপর আলোকপাত করবে। দালাই লামার বক্তৃতা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং, মন্ত্রী, বিধায়ক এবং অন্যান্য বিশিষ্ট নাগরিকরা। ১৩ ডিসেম্বর বিশ্রাম নিয়ে ১৪ ডিসেম্বর সিকিম থেকে ফিরবেন তিনি।
উল্লেখ্য, এর আগে অক্টোবরে তাঁর সিকিম আসার কথা ছিল। কিন্তু ৩/৪ অক্টোবর রাতে তিস্তা বন্যার কারণে তাঁর আসার কর্মসূচি স্থগিত করা হয়।