নিজস্ব প্রতিবেদন, পুরুলিয়া: কোনও রেসিং সাইকেল চালিয়ে নয়, রাজ্য সরকারের সবুজসাথী সাইকেলে সমগ্র ভারত ভ্রমণের মধ্য দিয়ে ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’-এর বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে পাড়ি দিয়েছেন বাঁকুড়ার বিপ্লব সিং নামে এক যুবক। ২৪ বছরের সেই যুবক বাঁকুড়া জেলার রানিবাঁধ ব্লক এলাকার বাসিন্দা।
এর আগেও তিনি এই উদ্দেশ্য নিয়েই কলকাতা সহ বিভিন্ন জায়গায় পাড়ি দিয়েছিলেন। এবারে তিনি সমগ্র ভারত ভ্রমণের লক্ষ্যে বেরিয়েছেন। সোমবার ভারত ভ্রমণের উদ্দেশ্যে বাঁকুড়ার বাড়ি থেকে রওনা দিয়ে পুরুলিয়ায় পৌঁছেছেন বিপ্লব। পুরুলিয়ার বাঘমুন্ডি থানা এলাকার চড়িদা গ্রামে বিপ্লব পৌঁছলে তাঁকে ঘিরে বেশ উন্মাদনা দেখা যায়।
ওই যুবক সকলকে তাঁর মূল উদ্দেশ্য শোনান এবং সচেতনতার বার্তা দেন। ধূমপান, মদ্যপান করে মোটর বাইক চালাবেন না। অবশ্যই হেলমেট পড়ে রাস্তায় বাইক চালান সহ বিভিন্ন ভাবে পথ নিরাপত্তার কথা বলেন তিনি। বিপ্লব সিংয়ের দাবি, ‘খুব দরিদ্র পরিবারের সন্তান আমি। টাকার অভাবে পড়াশোনার স্বপ্ন পূরণ করতে পারিনি। বর্তমানে কোনও কোনও দিন মজুরি কাজ করে থাকি। তবে ছোট থেকে স্বপ্ন ছিল সাইকেলে ভারত ভ্রমণ করার। ভারত ভ্রমণের জন্য একটা উদ্দেশ্য মাথায় আসে সেফ ড্রাইভ, সেভ লাইফ বার্তা পৌঁছানার। সেই উদ্দেশ্য নিয়ে আমি প্রথমে বিভিন্ন জায়গায় সাইকেল নিয়ে বেরিয়ে পড়ি। এখন সমগ্র ভারত ভ্রমণে বেরিয়েছি।’ বাড়ি থেকে নিয়ে বেরনো পকেটে পাঁচশো টাকা আর রাজ্য সরকারের সবুজসাথী সাইকেল এখন ভরসা। অনেকেই সাক্ষাৎ করার সময় আর্থিক সাহায্যও করছেন এবং প্রশাসনের কর্তাদের কাছ থেকেও সাহায্য পাওয়া যাচ্ছে বলে জানান তিনি।