সাময়িক যুদ্ধবিরতি শেষে ফের শুরু রক্তক্ষয়ী সংঘর্ষ

গাজা, ৩ ডিসেম্বর: গাজায় ফের যুদ্ধবিরতি না হলে আর কোনও পণবন্দিকে মুক্তি দেওয়া হবে না বলে জানিয়ে দিল হামাস। গত শুক্রবার সাময়িক যুদ্ধবিরতি শেষ হয়, এরপরই ফের ইজায়েলের তরফে হামলা শুরু হয়ে গিয়েছে।
হামাসের রাজনৈতিক শাখার প্রধান সালে আল-আরৌরি শনিবারই আল জাজিরাকে একটি সাক্ষাৎকারে দেন। সেখানে তিনি বলেন, ‘ইজরায়েলের সঙ্গে বর্তমানেকোনও কথা চলছে না। ফলে আপাতত কোনও পণব¨িকে মুক্তি দেওয়া হবে না। আগে গাজায় যুদ্ধবিরতি করতে হবে।’
অন্যদিকে, সাময়িক যুদ্ধবিরতি শেষ হতেই নেতানিয়াহুর দেশের সেনা ফের গাজায় হামলা চালাতে শুরু করেছে। ইতিমধ্যেই ফের গাজায় ইজায়েলের হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। এই রক্তক্ষয়ী সংঘর্ষে বহু নিরপরাধ প্যালেস্তিনীয় প্রাণ হারাচ্ছেন। সাধারণ নাগরিকদের রক্ষা করা তেল আভিভের দায়িত্বের মধ্যেই পড়ে বলে মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিনও মন্তব্য করেন। তাঁর গলাতেও শোনা গিয়েছে উদ্বেগের সুর। তাঁকে বলতে শোনা গিয়েছে, এই হামলায় ভোগান্তি হচ্ছে সাধারণ নাগরিকদের। হামলার যে সব ছবি আর ভিডিও গাজা থেকে আসছে, তা ভয়ঙ্করই নয়, মর্মন্তিকও বটে। যদিও ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানিয়েছেন, ‘ আমাদের সামনে একটা কঠিন লড়াই। কিন্তু শেষপর্যন্ত আমরাই জিতব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + twelve =