রাজ্য-ডিভিসির যৌথ উদ্যোগে পাঞ্চেতে নয়া জলবিদ্যুৎ কেন্দ্র

পাঞ্চেতে এবার ডিভিসির সঙ্গে যৌথ উদ্যোগে নতুন জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরি করতে চলেছে রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর, পাঞ্চেতে এই পাম্প স্টোরেজ প্রোজেক্ট গড়ে উঠবে। বুধবার ডিভিসি ও ডব্লিউবিএসইডিসির মধ্যে এ নিয়ে মউ স্বাক্ষরিত হয়েছে।
বিদ্যুৎ দপ্তর সূত্রের খবর, এই প্রকল্প থেকে ১০০০ মেগা ওয়াট বিদ্যুৎ তৈরি হবে। দুই পক্ষের মধ্যে যার সমান ভাগ থাকবে। এই প্রকল্পের সুবিধা হল, বিদ্যুতের চাহিদা বাড়লে ড্যাম থেকে জল উপরে প্ল্যান্টে নিয়ে গিয়ে প্রয়োজন মতো বিদ্যুৎ তৈরি করা যাবে। আবার দরকার মতো অন্য সময় জল জমিয়ে রাখা যাবে। এর ফলে গরম কালে যে অতিরিক্ত বিদ্যুতের চাহিদা তৈরি হয়, তার সঙ্গে মোকাবিলা করা সম্ভব হবে।
এই ধরনের প্রকল্প আগেই পুরুলিয়ার বুকে গড়ে উঠেছে। পাঞ্চেতে জলবিদ্যুৎ উৎপাদনের ইউনিট রয়েছে ডিভিসির। ৪০ মেগা ওয়াট ক্ষমতা সম্পন্ন দুটি ইউনিট আছে সেখানে। এবার হাজার মেগা ওয়াটের উৎপাদন কেন্দ্র তৈরি করতে চলেছে রাজ্য।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − 4 =