‘নেহরুর বউ’ খ্যাত বুধনি মেঝান প্রয়াত

নিজস্ব প্রতিবেদন, আসানসোল: প্রয়াত হলেন নেহরুর বউ বলে খ্যাত বুধনি মেঝান। পাঞ্চেতের প্রাইভেট হাসপাতালে মৃত্যু হয় তাঁর। বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। স্মৃতিশক্তিও হারিয়েছিলেন তিনি। মৃত্যুর পর শনিবার সকালে পাঞ্চেতে তাঁর আবাসনেই মৃতদেহ আনা হয়। পরে তাঁর অন্ত্যেষ্টি ক্রিয়ার প্রস্তুতি শুরু হয়। পাঞ্চেত শ্মশানে তাঁর শেষকৃত্য হওয়ার আগে ডিভিসির পক্ষ থেকে তাঁকে সম্মান জানানো হয়। সম্মান দেওয়া হয় স্থানীয় পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের পক্ষ থেকেও।
উল্লেখ্য, ১৯৫৯ সালে ৬ ডিসেম্বর ডিভিসির পাঞ্চেত জলাধারের উদ্বোধনে এসেছিলেন দেশের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। আর সেদিন আদিবাসীদের পক্ষ থেকে ওই জলাধার নির্মাণকারী শ্রমিকদের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বুধনি মেঝান। তাঁর হাত দিয়ে জওহরলাল নেহরু পাঞ্চেত ড্যাম উদ্বোধন করিয়েছিলেন। অনুষ্ঠান স্থলে ডিভিসির পক্ষ থেকে জহরলাল নেহরুকে মালা পড়ানো হয়, আর তারপর জহরলাল নেহরু বুধনিকে সম্মান জানাতে তাঁর গলার সেই মালা পরিয়ে দিয়েছিলেন বুধনি মেঝানকে। এরপরই বুধনিকে পরিত্যাগ করে তাঁদের সমাজ। সমাজ নেহরুর বউ বলে উপেক্ষা করেন এবং সেই উপেক্ষার জন্য তাঁকে গ্রাম ছেড়ে চলে যেতে বলা হয়। হারিয়ে যান তিনি। পরবর্তীকালে ডিভিসি কর্তৃপক্ষ তাঁকে খুঁজে নিয়ে আসেন এবং আবার তাঁর চাকরি ফিরিয়ে দেন। পরবর্তীকালে অবসর নিয়েছিলেন বুধনি মেঝান। ডিভিসির আবাসনে থাকতেন। কিন্তু জীবনে তিনি সঠিক সম্মান পাননি বলেই দাবি এলাকাবাসীদের। তা¥র গ্রামেও ফিরে যেতে পারেনি আর কোনও দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + 16 =