কংগ্রেস জিতলে ৪২ শতাংশ ওবিসি সংরক্ষণ, ভোটমুখী তেলঙ্গানায় প্রতিশ্রুতি রাহুলের

ভোটমুখী তেলঙ্গানায় ওবিসি সংরক্ষণ ৪২ শতাংশ করার প্রতিশ্রুতি দিলেন রাহুল গান্ধি। জাতগণনার প্রতিশ্রুতি দিয়েছিলেন আগেই। তাঁর দল ক্ষমতায় ফিরলে পঞ্চায়েত নির্বাচনে অন্যান্য অনগ্রসর সম্প্রদায়ের (ওবিসি) জন্য সংরক্ষিত আসন ২৩ শতাংশ থেকে বাড়িয়ে ৪২ শতাংশ করবে বলে এবার প্রতিশ্রুতি দিলেন রাহুল। এমনকী, প্রয়োজনে পঞ্চায়েতি রাজ আইনেও বদল আনবে কংগ্রেস।

ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থানের পরে এ বার দক্ষিণের রাজ্য তেলঙ্গানাতেও ‘ওবিসি তাস’ খেললেন তিনি। তুলেছেন, ‘জিতনি আবাদি, উতনা হক’ (যে জনগোষ্ঠীর যত সংখ্যা, সংরক্ষণে তার তত অধিকার) স্লোগান।তেলঙ্গানার ভোটপ্রচারেও সেই স্লোগান দিয়ে রাহুল বলেন, ‘যদি তপসিলি জাতি-জনজাতি (এসসি-এসটি) এবং ওবিসিদের সংখ্যা ৫০ শতাংশের বেশি হয়, তবে তাঁদের প্রতিনিধিত্বও সেই অনুপাতে পাওয়া উচিত।’

উল্লেখ্য, বিহারে জাতভিত্তিক সমীক্ষা এবং তার রিপোর্টের নিরিখে সরকারি চাকরি এবং শিক্ষা ক্ষেত্রে অন্য অনগ্রসর সম্প্রদায় (ওবিসি) এবং তপসিলিদের কোটা বৃদ্ধির সিদ্ধান্তের পরেই বিষয়টিকে পাঁচ রাজ্যের ভোট প্রচারে গুরুত্ব দিচ্ছেন রাহুল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 12 =