মুম্বইয়ে ভাইফোঁটা পালন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের

দাদা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মঙ্গলকামনায় কলকাতা থেকে মুম্বইতে উড়ে গেলেন বোন পল্লবী চট্টোপাধ্যায়, সেখানেই দাদার কপালে ফোঁটা দিলেন তিনি।আর বোনের হাত থেকে ফোঁটা নিয়েই প্রসেনজিৎ বললেন, কলকাতা হোক বা মুম্বই, ভাইফোঁটার আনন্দ মিস করা যায় না। আশা করি সকলেরই খুব ভালো কাটছে দিনটা।

এবার আর পাঞ্জাবি-পাজামাতে নয় বরং ক্যাজুয়াল পোশাকেই বোনের কাছ থেকে ফোঁটা নিতে দেখা গেল ‘বুম্বাদা’কে।কারণ, স্কুপ এবং জুবিলি ওয়েব সিরিজের পরই হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে সাড়া ফেলে দিয়েছেন টলিউড অভিনেতা।শোনা যাচ্ছে, কঙ্গনা রানাউতকে নিয়ে একটা সিনেমাও পরিচালনা করতে চলেছেন তিনি। তাই কাজের সূত্রেই এবছর মুম্বইতে ভাইফোঁটার উৎসব কাটাতে হল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + 20 =