কলকাতা : কালীপুজো উপলক্ষ্যে রবিবার সকাল থেকেই পুজো দিতে লম্বা লাইন দক্ষিণেশ্বরে মন্দিরে। এদিন সকাল ৬টার কিছু পর থেকেই খুলে গিয়েছে দক্ষিণেশ্বরের মন্দিরের দরজা। কলকাতা বা পার্শ্ববর্তী এলাকার পাশাপাপাশি ভক্ত সমাগম হয়েছে ভিন রাজ্য থেকেও।
সাধারণ মানুষ মনে করেন এদিন দক্ষিণেশ্বরের ভবতারিণী দেবী কালি করুণাময়ীরূপে মর্ত্যে নেমে আসেন। মানুষের সুখ-দুঃখের সঙ্গী হন। ভক্তদের মনস্কামনা পূরণ করেন। এদিন দক্ষিণেশ্বরে পুজো দেওয়া আসলে সৌভাগ্যেরই স্বরূপ বলে মনে করেন অনেকে। এই একটা দিন দক্ষিণেশ্বরে পুজো দিতে মুখিয়ে থাকেন লক্ষ লক্ষ মানুষ। এদিন বেলা দু’টো নাগাদ করা হয় ভোগের আয়োজন। তখন পুজো দেওয়া কিছু সময়ের জন্য বন্ধ থাকে। পরে বিকালে ফের খোলে দরজা।